সঞ্জয় হাল্দার,

পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কুমারী অঞ্চল মহিলা তৃনমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কুমারী সংসদে অনুষ্ঠিত হল “চলো গ্রামে যাই” কর্মসূচি । উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী নিয়তী মাহাতো সহ সভানেত্রী শ্যামলী সরেন ব্লক সভাপতি সূধীর চন্দ্র সরেন সহ সভাপতি দীনবন্ধু হালদার কুমারী গ্রাম পঞ্চায়েত প্রধান সূধীর কুমার মুরমু প্রাক্তন প্রধান সূমিত্রা টুডু ব্লক কমিটির সদস্য চিন্তাহরণ মাহাতো ও অঞ্চল সভাপতি সত্যবান মুদি এবং তৃনমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক ।

Leave a Reply