মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন সদাইপুর থানার পক্ষ থেকে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ ই ফেব্রুয়ারি সোমবার থেকে। পড়ুয়াদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা হচ্ছে মাধ্যমিক।তাই পরীক্ষার্থীদের উৎসাহ এবং সাহস যোগানোর লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার আয়োজনে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।সদাইপুর থানা এলাকার মধ্যে দুটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলের হাতে কলম তুলে দেন। সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকগণ ও পরীক্ষাকেন্দ্রে গিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং সকলের হাতে কলম তুলে দেন। পুলিশের এরূপ উদ্যোগে পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি পরীক্ষার্থীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।