দুই হাজার কুড়ি শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী অরিত্র পাল ও সপ্তম স্থানাধিকারী সৌভিক সরকার এবং 2022 শিক্ষাবর্ষে প্রথম স্থানাধিকারী রৌণক মন্ডল ও পঞ্চম স্থান অধিকারী সামিয়া ইয়াসমিনকে বর্ধমান সিএমএস স্কুল কেজি সেকশন থেকে আজ সংবর্ধনা দেওয়া হয়। এরা প্রত্যেকেই সি এম এস স্কুল কেজি সেকশনের ছাত্র-ছাত্রী। রৌণক মন্ডল এবং অরিত্র পাল উপস্থিত ছিল । সৌভিক সরকার রাজস্থানের কোটাতে থাকায় আসতে পারেনি, সামিয়া ইয়াসমিনের বাবা এসেছিলেন। মান্যবর অতিথিদের মধ্যে ছিলেন বর্ধমান রাজ কলেজ এর অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মন্ডল, বর্ধমান সিএমএস হাই স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায়, অধ্যাপক ডঃ সৌরবধি ভট্টাচার্য মহাশয় ,অমিত রায় মহাশয়। উপস্থিত ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীসহ অভিভাবক অভিভাবিকারা। একই ফ্রেমে দুই বছরের 2 প্রথম স্থান অধিকারী ছাত্রকে পেয়ে বিদ্যালয় এর সকলেই আপ্লুত। অতিথিরা সকলেই তাদের উজ্জ্বল ক্যারিয়ার এর কামনা করেন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় উৎসাহ পাবে এটা প্রত্যাশা করেন।