মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের পেন ও ক্যাডবেরি দিয়ে শুভেচ্ছা
সেখ সামসুদ্দিন, ৩ ফেব্রুয়ারিঃ দক্ষিণ মেমারি ১ খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে খাঁড়ো হাই মাদ্রাসা স্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও ক্যাডবেরি দিয়ে শুভেচ্ছা জানান এবং সাফল্য কামনা করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ মেমারি যুবক সংঘের গৌতম চ্যাটার্জী, সেখ সবুরউদ্দিন সহ সদস্যবৃন্দ, পুলিশকর্মীগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষক জানান সরকারি নির্দেশ মেনে পরীক্ষা খুব ভালভাবে চলছে।