মাদক বিরোধী দিবসে বর্ধমান জেলা পুলিশের কর্মসূচি।
এদিন বর্ধমান জেলা পুলিশের বর্ধমান মহিলা থানার উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় পালিত হল মাদক বিরোধী দিবস।
এই বিশেষ দিনে প্রথমে বর্ধমান সিএম এর স্কুলের ব্যবস্থাপনায় মাদক বিরোধী দিবসে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয় বর্ধমান সিএমএস স্কুল থেকে।
এই পদযাত্রায় বিদ্যালয়ের ৩০০ অধিক ছাত্র অংশগ্রহণ করে।
পদযাত্রায় সিএমএস স্কুলের ছাত্রদের ব্যান্ড সহকারে অংশগ্রহণ এক অনন্য মাত্রা আনে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সিএমএস স্কুলের সহকারী প্রধান শিক্ষক গদাধর হাজরা সহ বর্ধমান মহিলা থানার অন্যান্য অফিসার, বর্ধমান সহযোদ্ধার পদাধিকারী থেকে শুরু করে সিএমএস স্কুলের ছাত্ররা।
পদযাত্রায় মাদকবিরোধী দিবস সম্পর্কে সিএমএস স্কুলের শিক্ষক সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে থাকেন।
পদযাত্রা টি এস সি এম এ স্কুল থেকে বের হয়ে বর্ধমান সদর থানা অতিক্রম করে পুনরায় সিএমএস স্কুলে এসে শেষ হয়।। এখানেই বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস মাদক বিরোধী দিবস সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রদের সচেতন করেন।
পরবর্তী কর্মসূচি বর্ধমান মডেল স্কুলে অনুষ্ঠিত হয় বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায়। এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার দেবাশীষ চক্রবর্তী, মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস, বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক, সেক্রেটারি ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চের অচিন্ত্য মন্ডল,থেকে শুরু করে মহিলা থানার অন্যান্য মহিলা পুলিশ অফিসার, বর্তমান সহযোদ্ধার অন্যান্য পদাধিকারী,সদস্য এবং সর্বোপরি বর্ধমান মডেল স্কুলের প্রায় ৩০০ এর অধিক ছাত্র-ছাত্রী।
কর্মসূচিতে ডিএসপি হেডকোয়ার্টার দেবাশীষ চক্রবর্তী জানান, মাদক সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক এবং ছাত্র অবস্থা থেকে সচেতন থাকতে হবে এই নেশা থেকে। মাদক বিরোধী দিবস সম্পর্কে তিনি সকল ছাত্র-ছাত্রীদের কাছে সচেতনতার বার্তা দেন।