সাধন মন্ডল,
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সর্তকতা জারি করেছেন জঙ্গলমহল জুড়ে। সতর্কতা য় বলা হয়েছে মাওবাদীরা যেকোনো সময় নাশকতা ঘটাতে পারে তাই জঙ্গলমহল এলাকার সমস্ত থানা যাতে সতর্ক থাকেন ।জঙ্গলমহলের সমস্ত থানার পুলিশ আধিকারিকদের ও পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। মাওবাদী নাশকতার আশঙ্কায় সতর্ক রয়েছেন জঙ্গলমহল এলাকা পুলিশ প্রশাসন ।দেখা গেল রায়পুর, সারেঙ্গা ,সিমলাপাল , রানিবাঁধ, থানাএলাকায় পুলিশ তৎপরতার সঙ্গে নাকা চেকিং চালাচ্ছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা গুলোতে নাকা চেকিং জোরকদমে চলছে। সারেঙ্গা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে সারেঙ্গা গোয়ালতোড় রাস্তার উপর খয়ের পাহাড়ি ও কাড়ভাঙ্গা গ্রামের কাছে রাস্তার উপর সমস্ত যানবাহনের প্রতি নজর রাখা হচ্ছে ও গাড়ি চেকিং করা হচ্ছে ।এ ব্যাপারে সারেঙ্গা থানার আইসি ভট্টাচার্য বলেন সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ মেনে আমরা সতর্ক রয়েছি। এলাকায় যাতে কোনরকম নাশকতার ঘটনা না ঘটে তার জন্য আমাদের পুলিশকর্মীরা সদা সতর্ক রয়েছেন।