মহেশতলা র
গোপালপুরে মাধ্যমিক ২০২৫ছা-ছাত্রী দের কর্মশালা ও গুণীজন সংবর্ধনা
গত ৮ ডিসেম্বর ২০২৪ রবিবাসরীয় শীতের সকালে মহেশতলার গোপালপুর শীতলা বিদ্যালয়ে বিশিষ্ট আবহাওয়া বিঞ্জানী তথা শিক্ষাবিদ মাননীয় ডঃ সুজীব কর মহাশয়কে দ্রোণাচার্য পুরস্কার পাওয়ার জন্য সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে র আয়োজন করেছিল বিধান শিশু উদ্যানের মহেশতলা প্রয়াস মকটেস্ট কেন্দ্র কর্তৃপক্ষ, এরসাথে অন্য দুটি অনুষ্ঠানও আয়োজন করেছিল কর্তৃপক্ষ প্রথমত মাধ্যমিক ২০২৪ কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান। দ্বিতীয়ত আসন্ন মাধ্যমিক ২০২৫ এর ছাত্র ছাত্রীদের জন্য উৎকর্ষ কর্মশালা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে র সূচনা করেন মাননীয় রমাপ্রসাদ দে ও সুজীব কর মহাশয়।আগ্ৰহী অভিভাবক ওঅভিভাবিকা সহ উৎসাহী ছাত্র ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ওদের চোখে র ভাষা বলছে আমরা করবো জয়।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত ভাষণ দেন যতীন্দ্রনাথ বিদ্যামন্দির হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী,কবিতাপাঠের মাধ্যমে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন অধ্যাপক ড. রমাপ্রসাদ দে, উপস্থিত ছিলেন জনাব সামসেল আলী , বিশিষ্ট চিত্রশিল্পী লক্ষ্মীকান্ত দাস,শিক্ষানুরাগী সনৎ মন্ডল, শিক্ষানুরাগী সুনীল মন্ডল, শ্রী অনিল মন্ডল, বিশিষ্ট সমাজ সেবী অমিয় কান্তি দাস,প্রাক্তন শিক্ষক শ্রী রূপলাল কুন্ডু, মাননীয় সঞ্জয় দাস, বিধান শিশু উদ্যানের প্রতিনিধি শ্রী বিমল গাঙ্গুলী, শিশু সাহিত্যিক বিমল চন্দ্র নস্কর, বর্ষীয়ান সাংবাদিক অমর নস্কর, শ্রী অলোক প্রামানিক, ডাঃ রবীন মন্ডল, শ্রী শচীপদ মন্ডল।এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর শ্রী মান সায়ক দাস কেও সম্বর্ধনা প্রদান করা হয়।সমগ্ৰ অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন মহেশতলা প্রয়াস মকটেস্টের সেন্টার ইন চার্জ পেশায় শিক্ষক গিরিধারী চক্রবর্তী।