মহিষাসুরমর্দিনীর উপর নৃত্যনাট্য

সম্প্রীতি মোল্লা ,

উত্তর কোলকাতার প্রসিদ্ধ ক্রিয়েটিভ ও ক্লাসিক্যাল নৃত্য একাডেমি রুদ্রাগ্নির
দ্বাদশ বার্ষিক নৃত্যানুষ্ঠান সম্পন্ন হল গত ১৩ নভেম্বর সন্ধ্যায় কলকাতার মোহিত মৈত্র মঞ্চে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ইন্সটিটিউট অফ এইচ ওয়াই ডি টি রিসার্চ এন্ড এডুকেশানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী, ডাঃ অশোক প্রধান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শতবর্ষের প্রাককালে ‘মহিষাসুরমর্দিনী’ -র উপর নৃত্যনাট্য পরিবেশন । প্রায় ১৫০ ছাত্রছাত্রী নৃত্যানুষ্ঠানে অংশ নেন।এই উপস্থাপনা প্রতিটি দর্শককে মুগ্ধ করে তোলে এবং অকুণ্ঠ প্রশংসা লাভ করে।
নৃত্য পরিচালনা করেন রুদ্রাগ্নীর সম্পাদিকা ও বিশিষ্ট নৃত্য শিল্পী উদিতা রায় পাল চৌধুরী।
এরপর ছিল সংস্থার শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং তাইকুণ্ডু প্রদর্শনী।

Leave a Reply