মহিষাদলের রাজবাড়ীর একাংশ ধূলিসাৎ
সেখ জাহির আব্বাস,
গত শনিবার তুমুল বৃস্টিতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার অন্তর্ভুক্ত মহিষাদল রাজবাড়ীর একাংশ।দীর্ঘদিন ধরেই সংস্কারের কাজ বন্ধ ছিল। তার উপর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আরও জীর্ণ হয় বাড়ির একাংশ। গত শনিবার সন্ধ্যায় হঠাত্ তা ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। পুরানো রাজবাড়ীর সিংহদুয়ার বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়ে আজ অর্থাৎ রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। রাজবাড়ির চারদিক ঘুরে ঘুরে দেখেন তিনি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককেও খবর দেওয়া হয়েছে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক্ষ মানস কুমার পণ্ডা। সূত্রের খবর, মহিষাদল রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিং করার জন্য ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। সংস্কারের কাজ শুরু করার জন্য ঠিকাদারও নিয়োগ করা হয়েছিল। ঠিকাদার লোহার পাইপের স্ট্রাকচার বেঁধে কাজ শুরু করে দিয়েছিলেন। তবে অনেক দিন ধরেই কাজ থমকে আছে। বৃষ্টিতে জীর্ণ বাড়ি ভেঙে পড়েছে।দ্রুত সংস্কারে উদ্যোগ না নিলে শেষচিহ্ন আর থাকবেনা রাজবাড়ীর, বলে মনে করছেন স্থানীয়রা।