মহিলা পর্যটকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মহিলার হাতে তুলেদিলেন কল্যাণেশ্বরী ফাড়ির পুলিশ

কাজল মিত্র: সালানপুর থানা এলাকার কল্যাণেশ্বরী ফাড়ি পুলিশ এক মহিলা পর্যটকের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মঙ্গলবার মহিলাকে ফিরিয়ে দেন ।জানাজায় যে পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা টিঙ্কু কুন্ডু রবিবার 26 তারিখে তার পরিবারের সাথে বেড়াতে কল্যাণেশ্বরী মাইথন এলাকায় এসেছিলেন,সেই সময় মহিলার মোবাইল ফোনটি হারিয়ে যায়। স্থানীয় পুলিশকে ওই মহিলার দেওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে, কল্যাণেশ্বরী পুলিশ প্রায় 48 ঘন্টার মধ্যে মহিলার হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে এবং মঙ্গলবার তার কাছে তার ফোনটি হস্তান্তর করে। হারানো ফোন পেয়ে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাড়ি পুলিশকে ধন্যবাদ জানান ওই মহিলা।

Leave a Reply