গত ১৪ ই নভেম্বর, ২০২৪, শিশুদিবস উপলক্ষে ,
পি২৭৭ সি আই টি স্কিম নারকেলডাঙ্গা মেইন রোড , কলকাতা ৭০০০৫৪, ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ইন্সটিটিউশন (প্রাথমিক বিভাগ) এক বহুমুখী কর্ম কান্ডের আয়োজন করেছিল।কর্মসূচির তালিকা নিম্নরূপ।
প্রাক্ প্রাথমিক ও প্রথম শ্রেণি: যেমন খুশি সাজো প্রতিযোগিতা।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি: পঠন-শিক্ষণ সামগ্রী র প্রদর্শনী।
চতুর্থ ও পঞ্চম শ্রেণি : খাদ্য মেলা।
উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী অর্পিতা জানা (ব্যানার্জ্জী) শিক্ষক শিক্ষিকা গণ,অশিক্ষক কর্মচারী বৃন্দ, ছাত্র ও অভিভাবক দের উৎসাহ ও ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠান টি সাফল্যমণ্ডিত এবং সর্বাঙ্গীণ সুষ্ঠুভাবে পরিচালিত হয়।কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদের সপ্তম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীযুক্ত সমীর মজুমদার মহাশয় নিজে উপস্থিত থেকে সকলকে উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে কি ভাবে শিশুশিক্ষা প্রসারে সকলে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন,সে বিষয়ে মূল্যবান পরামর্শ দান করেন।
এই জাতীয় কর্মকাণ্ড শিশুদের সর্বাঙ্গীণ বিকাশ, খেলার মাধ্যমে শিক্ষণ এবং সর্বোপরি স্বনির্ভর করে তোলার একটি ঐকান্তিক প্রচেষ্টা ছিল।