Spread the love

মহাসমারোহে অনুষ্ঠিত হলো ক্যানভাস আর্ট এর বার্ষিক চিত্র প্রদর্শনী ও চিত্রকর্মশালা সোদপুরে


নিজস্ব সংবাদদাতা: সোদপুরে আনন্দ স্পোটিং ক্লাবে ক্যানভাস আর্টের পরিচালনায় প্রথম বার্ষিক চিত্র প্রদর্শনী ও চিত্রকর্মশালা অনুষ্ঠিত হলো এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে।
ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রখ্যাত চিত্রশিল্পী শেখর বসু। ক্যানভাস আর্টের প্রধান সম্পূর্ণা দাস তার চিত্রগুরু উজ্জ্বল দেবনাথ এর প্রতি শোক জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে অশ্রু নয়নে স্মরণ করলেন। মঞ্চে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সর্বাঙ্গিন অনুষ্ঠানের মঙ্গল কামনা করলেন বিশিষ্ট চিত্রশিল্পী সমীর দত্ত, অনিন্দিতা রায় নন্দী, শুভঙ্কর হালদার অর্ণব কুন্ডু এবং স্বপ্ন পূরণের কর্ণধার আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার। ক্যানভাস আর্ট এর প্রধান সম্পূর্ণা দাস ও সুমন দাস মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সকলকে আহ্বান জানান। প্রখ্যাত চিত্রশিল্পীরা একদিকে চিত্রকর্মশালায় তাদের ছবি আঁকা শুরু করেন এবং তৎসহ আরেকদিকে ক্যানভাস আর্টের ছাত্রছাত্রীরা গ্রিটিংস কার্ড ও বোতল ডেকোরেশন ওয়ার্কশপ করে উপস্থিত জনসাধারণের মধ্যে একটা আনন্দ ও খুশির জোয়ার বয়ে আনলো। প্রখ্যাত চিত্রশিল্পীরা সকলেই জানালেন সম্পূর্ণা দাসের এই আয়োজন সত্যি শিল্প জগতকে অনেকটাই সমৃদ্ধ করবে।। চিত্র প্রদর্শনীতে প্রত্যেকটা ছবি অসাধারণ, তাদের মধ্যে বিশেষ মুন্সিয়ানার পরিচয় দিয়েছে যেসব শিল্পীরা তাদের নাম দিশিতা চক্রবর্তী, অরুনিমা সরকার, সৃজা দাস, অমিস দত্ত, নন্দিনী চন্দ্র, সৌমিলি কুন্ডু, শ্রীনিকা দাস। সম্পূর্ণা দাসের প্রতিটি ছবি গুলো মনমুগ্ধকর।
চিত্রকর্মশালা শেষে আমন্ত্রিত উপস্থিত চিত্রশিল্পীদের ক্যানভাস আর্টের পক্ষ থেকে স্মারক সম্মানে সম্মানিত করা হয় এবং শিল্পীরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন ছোট্ট ছোট্ট শিল্পীদের প্রতি। এরপর চিত্রকর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পুরস্কারের সম্মানিত করা হয়। চিত্র প্রদর্শনী টি অত্যন্ত সুন্দর শৈল্পিক ধারা ঠিক রেখে সজ্জিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক অভিভাবিকারা অত্যন্ত খুশি হয়ে জানালেন তারা সম্পূর্ণা দাসের কাছে তাদের বাচ্চাদের ছবি আঁকা শেখাতে দিয়ে ভীষণভাবে তারা উন্নতি লাভ করছে ও বিভিন্ন কম্পিটিশন থেকে প্রাইজ নিয়ে আসছে। সম্পূর্ণা দাস ছবি আঁকার সাথে সাথে হাতের কাজও শেখান তার প্রমাণ আমরা পেলাম এমন একটি সুন্দর প্রদর্শনীতে।। এক কথায় সমগ্র চিত্র প্রদর্শনী ও চিত্রকর্মশালা অনবদ্য ও প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *