সেখ সামসুদ্দিন, ২৪ ডিসেম্বরঃ শুক্রবার সকালে মেমারির নুদিপুর মোড়ে পড়ে থাকা কাঠের বাক্স ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মেমারি থানার নুদিপুর মোড়ে একটি কাঠের বাক্স দেখতে পায় স্থানীয় মানুষ। সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষজন খবর দেয় মেমারি থানায়। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বাক্সটি বাজেয়াপ্ত করে নিয়ে আসে। বাক্স খুলে দেখা যায়, ভেতরে একটি বালি বোড়া সাপ আছে। সাধারণত বালি প্রধান মরু বা পাহাড়ি অঞ্চলে দেখা যায় এই সাপ, যদিও সাপটি বিষধর নয়। বনদপ্তরে খবর দিলে বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply