ময়ালয়ার দিন রামকৃষ্ণ আশ্রমের বস্ত্র প্রদান

সেখ সামসুদ্দিন, ২১ সেপ্টেম্বরঃ মেয়ারি ২ ব্লকের খয়েরপুর গ্রামে শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠের উদ্যোগে শ্রী সারদা সেবা আশ্রমের পরিচালনায় বস্ত্র উপহার। উপস্থিত ছিলেন কলকাতা রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাণী শঙ্কর মহাপাত্র, শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ বিদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি দিব্যাত্মানন্দ মহারাজ, সহ কলকাতার বিশিষ্ট সমাজসেবীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিব্যাত্মানন্দ মহারাজ জানান এলাকার পাঁচটি গ্রামের দেড় শতাধিক ছাত্রছাত্রীদের বস্ত্র উপহার দেওয়া হয়। এছাড়াও এলাকার শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ স্টাফদের হাতেও বস্ত্র উপহার দেওয়া হয়। একইসাথে দুপুরে সকল ছাত্রছাত্রী সহ উপস্থিত ব্যক্তিবর্গকে দুপুরে প্রসাদ অন্নভোগ বসিয়ে খাওয়ানো হয়।

Leave a Reply