মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে “দিদির সুরক্ষা কবচ”- কর্মসুচীর সুচনা, হজরতপুর পঞ্চায়েত এলাকায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দোড়গোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট।তারই আগাম প্রচার ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছে সব রাজনৈতিক দলগুলো। অনুরূপ আজ সোমবার বীরভূমের খয়রাশোল ব্লক এলাকার হজরতপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের উপভোক্তারা পরিষেবা ঠিক পাচ্ছেন কি না সে বিষয়ে সাধারন মানুষদের সাথে গ্রামে গ্রামে ঘুরে কথা বললেন দিদির দূতেরা।মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন প্রথমেই পলপাই শিবমন্দিরে পুজো দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর পলপাই, ভবানীগঞ্জ গ্রামের মানুষদের সাথে কথা প্রসঙ্গে তাদের অভাব অভিযোগ শোনেন।ভবানীগঞ্জ হাই স্কুল,হজরতপুর হাই স্কুল, হজরতপুর পঞ্চায়েতের পরিকাঠামো ও হজরতপুর পঞ্চায়েত প্রধান ফুলমনি রুইদাসের কাছ থেকে এলাকার উন্নয়ন মূলক খবরাখবর নেন।পাশাপাশি হজরত সৈয়দ শাহ আহমেদ মজনু বোখারীর মাজার শরীফে চাদর চড়ান এবং প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। দলীয় কর্মীর বাড়ীতে দুপুরের খাবার খেয়ে রসা অনাদি কালী মন্দিরে পুজো দেওয়ার পর পুনরায় রসা,কল্যাণপুর, সাহাপুর, গ্রামেও জনগনের অভাব অভিযোগের কথা শোনেন।সারাদিনের অভাব অভিযোগ হিসেবে পানীয় জল, ড্রেন, শোচাগার সহ স্থানীয় ভিত্তিক কমবেশি সমস্যার কথা উঠে আসে এলাকার বিভিন্ন গ্রাম থেকেই।ছাত্রছাত্রী সহ শিক্ষকদের পক্ষ থেকে ও খেলার মাঠ, বিদ্যালয়ের বাউন্ডারি, পানীয় জল নিয়ে মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।সবশেষে হজরতপুর তৃনমূল কংগ্রেসের আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি কুটীর শিল্প ও বস্ত্র বিপনন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,জেলা তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা,জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, রাজ্য মহিলা তৃনমুল কংগ্রেসের সাধারন সম্পাদিকা অসীমা ধীবর,তৃনমূল ব্লক কমিটির সদস্য কাঞ্চন দে, উজ্জ্বল হক কাদেরী,সেখ জয়নাল,প্রলয় ঘোষ,এসসি এসটি সেলের পক্ষে নবগোপাল বাউরি,অজিত ধীবর,তৃনমূল নেতা উদয় সৌমন্ডল, দীপ্তি লাহা প্রমুখ।

Leave a Reply