শেখ রাজু,

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান লাভ করেছে মন্তেশ্বরের মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশনের ছাত্রী সৃজনী কুন্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। টাটা ভূগোলে একশো পাওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নব্বইয়ের ঘরে নম্বর পেয়েছে সে। বাবা প্রবীর কুন্ডু স্কুলের শিক্ষক। মা সংযুক্তা কুন্ডু গৃহবধূ। সৃজনী জানা বাবার কাছে বাংলা পড়ার পাশাপাশি অন্যান্য প্রতিটি বিষয়ের শিক্ষক ছিল তার। বড় হয়ে প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছা রয়েছে সৃজনীর। স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র জানান -‘ছোট থেকেই মেধাবী ছাত্রীর সাথে পরিচিত ছিল সৃজনী। তার সাফল্য স্কুলের ইতিহাসকে গর্বিত করেছে’ ।এই সাফল্যে খুশি মন্তেশ্বর।

Leave a Reply