মনোনয় ক্লিনিকের শুভ উদ্বোধন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
বীরভূম জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এতদিন বিনা পয়সায় আইনের সহায়তা করে আসছেন। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে খুব বিশেষভাবে কার্যকরী ভূমিকা গ্রহণের চিত্র দেখা যায়। পাশাপাশি বহু বয়স্ক ব্যাক্তির চিকিৎসা, পারিবারিক দ্বন্দ্ব মেটানো করানো থেকে হারিয়ে যাওয়া ব্যাক্তিদের উদ্ধার,কম বয়সী ছেলে মেয়েদের বিবাহ বন্ধ, সচেতনতা মূলক শিবির, পদযাত্রা সহ বিভিন্ন ধরনের কর্মসূচিতে জেলায় বিশেষ নজর কেড়েছে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ। পাশাপাশি এবার সিউড়ি সুপার হসপিটালের একটা কক্ষে মনোনয় নামক একটি নতুন ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয় শুক্রবার । সুপ্রিম কোর্টের নির্দেশে এবং ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির পরিচালনায় এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উক্ত ক্লিনিক টি পরিচালনা করবেন।এই ক্লিনিকে নিয়মিত থাকবেন একজন মানসিক বিভাগের ডাক্তার,একজন আইনজীবী ও একজন অধিকার মিত্র ওরফে পার্শ্ব আইনি সহায়ক।
ক্লিনিক পরিষেবা প্রদানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি সুপার স্পেলিটি হাসপাতালের ডেপুটি সুপার জয়দেব নায়ক, মানষিক বিভাগের ডাক্তার অনিন্দিতা মুখার্জি,অধিকার মিত্র তথা পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক
সহ ট্রেনিংপ্রাপ্ত সিউড়ি সদর হাসপাতালের সেবিকাবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত ভাবে সে কথা শোনালেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক। পাশাপাশি অধিকার মিত্র তথা পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক ও দীর্ঘদিন ধরে আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে কাজের তাগিদে বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনালেন।