মনোজিৎ কে ‘মুক্তি’ দিতে চান বৈশাখী বন্দ্যোপাধ্যায়
এস.মন্ডল,,
বহু চর্চিত শোভনদেব – বৈশাখী কান্ডে নাটকীয় মোড়, এবার বিবাহ বহির্ভূত সম্পর্ক এর অভিযোগ তুলে স্বামী মনোজিৎ মন্ডলের কাছ থেকে ডিভোর্স চাইলেন শোভনদেবের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি গত মঙ্গলবার জানিয়েছেন – ‘ মনোজিৎ কে মুক্তি দিতে চান’। তিনি আরও বলেন , গত তিন বছর ধরেই তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন। তাঁরা একসঙ্গে মাঝে মধ্যে বিদেশেও যায়। এমনকী ওই মহিলার একটি মেয়েও রয়েছে। এই গোটা বিষয়টি নিয়ে মন বিষাদময় তাঁর। তাই আর কোনও বিবাদে না গিয়ে সরাসরি বিচ্ছেদের পথেই হাঁটতে চাইছেন তিনি। বৈশাখীর মতে, জোর করে কোনও সম্পর্ককে ধরে রাখা একদমই বুদ্ধিমানের কাজ নয়। তিনি তেমনটা চানও না। বলছেন, ‘বাকিরা যখন বলে, আমার স্বামী অন্য কারও সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেটা শুনতে ভাল লাগে না। আমারও তো মান-সম্মান আছে।’ আর সেই জন্যই বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চাইছেন প্রাক্তন বিজেপি নেত্রী বৈশাখী। গোটা ঘটনা সরাসরি স্বীকার না করলেও মনোজিত্ জানান, ব্যক্তিগত জীবনে তিনি কী করছেন আর কী করছেন না, সে বিষয়ে কাউকেই জবাবদিহি করতে তিনি রাজি নন। মনোজিত্ এরপর আরও বলেন, বৈশাখী যখন তাঁর সঙ্গে থাকতে চাননি, তখন তিনি আপত্তি করেননি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বাড়ি ছেড়ে যাওয়ার সময়ও তাঁকে আটকাননি। তাই তিনি এখন কাউকে কোনও কৈফিয়ত দিতে রাজি নন।যদি বিষয়টি আদালত অবধি যায় তখন আরও নাটকীয়তা আসবে এই কান্ডে।