মনের বাঁধন
মৌ চক্রবর্তী,
সম্পর্কের বেড়াজালে আটকে থাকে দুইটি মন,
তবুও কেন এদিক সেদিক ঘুরছে বলো সর্বক্ষণ?
বুঝি বা ভালোবেসে ছিল,বুঝি বা ছিল সেইটা মোহ,
বুঝি বা ছিল অভিনয় ই,বোঝেনি হয়তো সেইটা কেহ।
এটাই হয় জীবন জুড়ে,দুটি প্রাণের এই যে বাঁধন,
কিছুটা আবার অভ্যাস বটে,হাসির মাঝে যেমন কাঁদন।
কর্তব্যের কষাঘাতে যখন বিধ্বস্ত মন দুটো,
একটু স্বস্তি পাবার আশায় ধরতে চায় যে খড়কুটো।
মিষ্টি দুটো কথার ঘায়ে মূর্ছা যেতে নেই তো মানা,
সুখের নিশ্বাস ফেলার জন্য মন দিয়ে যে মনকে টানা।
ক্ষতি কিসের,নাই বা রইলো সম্পর্কের কঠিন বাধা,
সবিছুই থাক নিজের মতো এদিক আধা,ওদিক আধা।
মনের মতো মন যদি পায়,রোজনামচায় পড়ুক না ছেদ,
সম্পর্ক ঠুনকো এতোই?দুটি মনের ঘটবে ভেদ?
সংসারের এই টানাপোড়েন পেরিয়ে যদি বাঁচে মন,
একের খুশী দেখলে পরে খুশী থাকুক আরেকজন।
হলোই বা মন দেওেয়া নেওয়া,সুন্দরতা সবখানে,
কোথায় কখন মন চলে যায়,সেটা শুধুই মন জানে।
নাইবা তাকে বাঁধন দিলে?,উড়তে দাও না, পাখির মতো,
প্রাণের বাঁধন ঠিকই রবে,ভাঙবে ভুল ভাবনা যত।