Spread the love

মনের অজানা রহস্যের খোঁজে ‘অন্দরের ঘর, বাইরের ঘর’

সম্প্রতি কলকাতার ঐকতান সভাগৃহে প্রকাশনা সংস্থা ভাষা সংসদের উদ্যোগে প্রকাশিত হল ‘অন্দরের ঘর বাইরের ঘর – এক মনোবিদের সফর…’ নামক গ্রন্থ। আমাদের মনের এমন অনেক কিছু বিষয় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা এবং তা নিয়েও অনেকের মধ্যে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনা। মনের সেই অজানা অনুভুতির খোঁজ দিতে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দেবাঞ্জন পানের লেখা এই গ্রন্থ। বইটি দর্শন, মনস্তত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন।
গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেলেন দুই বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য এবং প্রচেত গুপ্ত ও শিশু বিশেষজ্ঞ ড. নির্মল ইন্দ্র। তাঁরা জানান, নানা দৃষ্টিকোণ থেকে মনের সমস্যা দেখা বা বোঝার এক অমূল্য সংকলন এটি।
ডা.দেবাঞ্জন বলেন,মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসাবে ভাবি। কিন্তু মনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেখানে মস্তিস্ক ও ব্রেনের একটা বড় ভুমিকা রয়েছে। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে সেটাই তুলে ধরতে চেয়েছি সহজবোধ্য ভাষায়।এর জন্য সাহিত্য, দর্শন,শিল্প, কবিতা,ও সংগীতের আশ্রয় নিয়েছি,যাতে পাঠকের বুঝতে সুবিধা হয়।
প্রকাশনা সংস্থা ভাষা সংসদের কর্নধার ও সাহিত্যিক বিতস্তা ঘোষাল বলেন, আমাদের যাবতীয় সংকট এই মনকে কেন্দ্র করেই।কিন্তু মন কিভাবে আমাদের বিভিন্ন স্নায়ু ও হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা জানার মাধ্যম হল এই গ্রন্থ।এবং তা সবশ্রেনির পাঠকের জন্যই উপযুক্ত বোধগম্য ভাষায় লেখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সম্পাদক বিবেক চট্টপাধ্যায়,ডা. প্রিয়াঙ্কা পাল, মাইন্ডসেটের সি ই ও শ্রেয়ষী চ্যাটার্জি, বিপাশা ঘোষাল সহ বহু বিশিষ্ট মানুষ।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়।সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় বাচিক শিল্পী অদিতি চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *