মনিকর্ণী আখ্যানের উদ্যোগ
প্রণব ভট্টাচার্য:-হাওড়া
দীর্ঘ পাঁচ বছর ধরে প্রকাশিত হচ্ছে একটি মাসিক পত্রিকা। নাম মনিকর্ণী আখ্যান। সম্পাদক শ্রীমতি জুলাই দাস মুখার্জী। হাওড়ার সাঁকরাইল থেকে প্রকাশিত এই পত্রিকা মূলত আধ্যাত্মিক চেতনা সম্প্রসারণের লক্ষ্যে এগিয়ে চলেছে। থাকে অন্যান্য খবরও।15আগস্ট এই পত্রিকার তরফে অনুষ্ঠিত হল একটি বসে আঁকো প্রতিযোগিতা। স্থানীয় শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেন।স্বাধীনতা দিবসের তাৎপর্য শিশুদের বোঝানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জুলাই দেবী জানান, এর আগে পত্রিকার তরফে রক্তদান শিবির হয়েছে। অদূর ভবিষ্যতের বিশিষ্ট চিকিৎসক দ্বারা স্থানীয় মানুষের জন্য বিনা ব্যয় চিকিৎসা পরিষেবা দিতে আগ্রহী তাঁরা।চলতি মাসে অনুষ্ঠিত হবে একটি যোগা প্রতিযোগিতা। সম্পাদক বলেন, সফলভাবে এই পত্রিকা এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। প্রতিযোগীদের অভিভাবকগণ এদিন বলেন, শিশুদের মধ্যে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ কার্যকর হবে। পড়াশোনার বাইরেও যে কিছু করা যায় সে ব্যাপারে শিশুদের এগিয়ে দিতে এই উদ্যোগ অনবদ্য। স্থানীয় এলাকায় বাড়ির শিশুদের এমন সংস্থার সঙ্গে জুড়ে দিতে পারার জন্য তাঁরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক শুভঙ্কর মুখার্জি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।