মধুর হাওয়া
মূল কাহিনী- প্রচেত গুপ্ত
কাহিনীবিন্যাস-রাকেশ ঘোষ,
সংলাপ-অভিনন্দন দত্ত
পরিচালক-অনিন্দ্য সরকার
সোম-শনি সন্ধে ৭টায় আকাশ আটে

দীপক তিয়াসার বিয়ের দিন পিউকে নিয়ে বিয়ের মন্ডপে ঝামেলা শুরু হয়।বিয়ের মন্ডপে সবাই জানতে পারে পিউ ডিভোর্সী।পিউয়ের বাড়ির আত্নীয়রা বলাবলি করে একজন গোত্রহীন মেয়ে বিয়ের পুরোহিত কিছুতেই হতে পারে না।পিউয়ের অপমান বিজয় সহ্য করতে পারে না।বিয়ের মণ্ডপে সবার সামনে পিউকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেয় বিজয়।সান্যাল বাড়ির সবাই বিজয়ের এই সিদ্ধান্তে অবাক হয়ে যায়।বাড়ির সবাই পিউকে বাড়ির পুত্রবধূ রূপে মেনে নেবে কি?পিউ কি বিজয়কে নিজের স্বামী হিসেবে মেনে নেবে?কোন দিকে মোড় নেবে আগামী গল্প?

অভিনয়য়ে-
নীহাররঞ্জন-অরিজিৎ গুহ
বনলতা-অর্না ধর
কিরনময়ী-গোপা নন্দি
অখিল- সবুজ বর্ধন
নিরঞ্জন-শুভাশীষ ব্যানার্জী
নীহারিকা-জয়িত্রি বান্যার্জী
কল্যানী-মৌসুমি চক্রবর্তী
বিনয়-শেখর পাল
কুনাল-শুভজিৎ ব্যানার্জী
দীপক-সৈকত দাস
সুজাতা-শতাব্দী নাগ
মৌসুমি- রিয়া দাস
মনোজ-স্বরূপ দে
পায়েস-আয়ূশ্রী মুখার্জী
পাপিয়া-শ্রেয়সী বিশ্বাস
সন্দেশ-ডেভিড মিত্র
বিজয়-প্রিতম দাস
পিউ-ভাবনা ব্যানার্জী।

Leave a Reply