খায়রুল আনাম,
বীরভূম : মদ খাবার টাকা না দেওয়ায়, পাঁড়ুই থানার ঘোষালডাঙায় এক আদিবাসী মহিলার মাথার চুল কেটে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিষয়টি আদিবাসী সমাজের হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপ নেয়নি বলে জানা গিয়েছে। আদিবাসী সমাজের সালিশি সভা বসিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা হচ্ছে বলে জানা যাচ্ছে।