মঙ্গলকোট ব্লক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শিবির

সেখ রাজু,

মঙ্গলকোট ব্লক এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলকোট হাসপাতাল চত্বরে এক দিবসীয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । হার্ট, ই.এন.টি, চোখ, মেডিসিন সার্জারি সহ আরো অন্যান্য বিষয়ক চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন এলাকার গ্রামবাসীরা । গত দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্য বিষয়ক সমগ্র মঙ্গলকোট ব্লক জুড়ে ৬৩ জনের মতো নাম জমা পড়েছিল । যারা দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্য বিষয়ক প্রকল্পে নাম জমা দিয়েছিলেন তাদেরকে আজকে চিকিৎসা করা হয় । পাশাপাশি এলাকার গ্রামবাসীদের জন্যেও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে থাকে । । মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী স্বাস্থ্য পরীক্ষা শিবিরের শুভ উদ্বোধন করেন । বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তাররা আজ প্রায় 200 জনকে চিকিৎসা করেন ।

চিকিৎসা করাতে আসা রমা মন্ডল, আনসার হোসেন, বিষ্ণু সরেন প্রমূখরা বলেন আমাদের পক্ষে শহরে গিয়ে ডাক্তারদের চিকিৎসা করানোটা কষ্টের সাধ্যের । তাই স্বাস্থ্য বিষয়ক আজকের এই শিবির আমাদের অনেকটাই সুবিধা করেছে ।

Leave a Reply