মঙ্গলকোট থানা অফিসার ভবন উদ্বোধনে বিডিও ও বিধায়ক
সেখ রাজু , মঙ্গলকোট,
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফিফটিন ফিন্যান্স কমিশন ফান্ড থেকে নির্মিত, মঙ্গলকোট থানা অফিসার ভবনের শুভ উদ্বোধন করেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই এবং স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী । বিস্তীর্ণ এলাকা জুড়ে মঙ্গলকোট থানার পরিধি হওয়ায় এখানে ষ্টাফ সংখ্যা যথেষ্ট বেশি । সেই তুলনায় পর্যাপ্ত কক্ষের অভাব দেখায় মঙ্গলকোট থানার তৎকালীন ওসি প্রসেনজিৎ দত্ত নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতিকে । সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বর্তমানে মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির পরিচালনায় এই কক্ষটি নির্মাণ সম্পন্ন হয়েছে । প্রায় ১২ লক্ষ টাকার বাজেটে এই কাজ শুরু হলেও সেই টাকায় কাজ সম্পন্ন না হওয়ায় পুলিশ কর্মীদের সমবেত প্রচেষ্টায় তা সফল হয় । সোমবার দুপুরে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী এবং মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই ফিতে কেটে ভবনের শুভ উদ্বোধন করেন । সঙ্গে ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার, ধ্রুব ভট্টাচার্য সহ থানার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয়রা ।