আমিরুল ইসলাম,

মঙ্গলকোট গ্রামে ৭০০ বছরের ধর্মীয় রীতি মেনে হযরত গুড়াই পীর বাবার ঔরস অনুষ্ঠিত হল,

বিতরণ করা হলো মহাভোগ। বৃহস্পতিবার উপস্থিত আই, সি ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের দক্ষিণ মাঠে রয়েছে পীর হযরত গুড়াই বাবার আস্তানা শরীফ।
প্রতি বছরই ইংরেজি ১৮ ই জানুয়ারি বাবার ঔরস উৎসব অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ধর্মের প্রায় ৫ হাজার মানুষ এখানে পীর বাবার মহা প্রসাদ খান।

পীর বাবার আস্তানা শরিফ আসতে গেলে বহু কষ্ট করে মানুষজনদেরকে আসতে হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আশ্বস্ত করেন যে পঞ্চায়েতের উদ্যোগে খুব তাড়াতাড়ি রাস্তাটি ঢালাই হয়ে যাবে।

সন্ধ্যার সময় মিলাদ শরীফ ও কাওয়ালী গানের আয়োজন করেছে ঔরস কমিটি।

সেক্রেটারি আসাদ আলী আনসারী জানান যে প্রতিবছরই সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন আমাদের এই ঔরস অনুষ্ঠানে।
এখানে সকল ধর্মের মানুষ একত্রে বসে বাবার ভোগ গান।
এখানে সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

Leave a Reply