মির্জা মহ: মশিহুর রহমান:

নতুনহাট এ বিস্ফোরন আতঙ্কিত এলাকাবাসী :
আজ 15/12/2021 সকাল 8:30 মিনিটে নতুনহাট বাইপাস সড়ক এর পাশে একটি গ্যারেজে বিস্ফোরণে কেপে ওঠে । ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় , ঘটনাস্থলে গিয়ে জানা যায় যে গ্যারেজের ভিতরে হাওয়া মেশিন এর ট্যাঙ্ক ব্লাস্ট করে , এবং গ্যারেজ ঘর চাল উড়িয়ে প্রায় 50 মিটার দূরে গিয়ে পরে ট্যাঙ্ক টি , দেওয়াল ভেঙে একজন গ্যারেজের কর্মী আহত হয় সামান্য পরে তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় । গ্যারেজ মালিক লাল্টু শেখ জানায় অতিরিক্ত হাওয়া ভরে গিয়ে এই বিপত্তি হয়েছে । আশপাশের মানুষ জন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন এটা নিছক একট দুর্ঘটনা তবে প্রাণ হানি হতে পারতো ।একজন আহত হয়েছেন বলে জানা গেছে

Leave a Reply