মঙ্গলকোটে মহিলা ফুটবল টুর্নামেন্ট

আমিরুল ইসলাম ,

বীর দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কে সামনে রেখে মঙ্গলকোটের কুলসোনা সবুজ সংঘের উদ্যোগে একদিনের দিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট হলো , উপস্থিত ছিলেন সভাধিপতি, আইসি সহ বিশিষ্টজনেরা।বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা সবুজ সংঘের উদ্যোগে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।
৫ টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি অংশগ্রহণ করে মুর্শিদাবাদ একাদশ ও এরুয়ার হরগৌরী একাদশ।এক গোলে জয় লাভ করে মুর্শিদাবাদ একাদশ ।
তবে খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে জয়লাভ করে মুর্শিদাবাদ।খেলা দেখতে মাঠে হাজির হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ,
কৈচর ফাঁড়ির আইসি মৃদুল ঘোষ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক – মেহবুব চৌধুরী , , মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আব্দুল বাসেদ, বিশিষ্ট সমাজসেবী শান্ত সরকার, লাল্টু শেখ, বুলেট শেখ।এদিন কয়েক হাজার দর্শক মাঠে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply