মঙ্গলকোটে বাঁধ পরিদর্শন করতে জেলাশাসক
সেখ রাজু
বুধবার দুপুরে মঙ্গলকোটে আসেন জেলাশাসক।মূলত অজয় নদের উপকূলীয় বাঁধ দেখতে আসেন তিনি। মঙ্গলকোটের উপর দিয়ে বয়ে গেছে অজয় নদী । পালিগ্রাম, লাখুরিয়া, মঙ্গলকোট, ভাল্যগ্রাম মাজিগ্রাম অঞ্চলের বেশকিছু গ্রাম অজয় নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকার জন্য বর্ষার সময় সজাগ থাকতে হয় প্রশাসনকে । গ্রামের মানুষেরা যাতে কোন সমস্যায় না পারেন সেই উদ্দেশ্য তৎপরতার সঙ্গে নদী সংলগ্ন এলাকার বাঁধ ও কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে । অজয় নদী সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হলেন পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েশা রানী মহাশয়া । সঙ্গে ছিলেন মঙ্গলকোট ব্লক বিডিও অনামিত্র সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, মঙ্গলকোট জেপিও দিব্যেন্দু দত্ত, সেচ দপ্তরের বিভিন্ন অধিকারীক সহ অন্যান্যরা । কোগ্রাম, সাগিরা, বারগ্রাম, ঝিলেরা সহ বিভিন্ন এলাকার বাঁধের পরিস্থিতি ও বাঁধ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন । অতিরিক্ত বৃষ্টির ফলে ব্যারেজের জল ছাড়লেই অজয় নদী ফুঁসতে শুরু করে । এতে নদী সংলগ্ন এলাকা জলে প্লাবন হবার আশঙ্কা বেশি থাকে । সেদিকে লক্ষ্য রেখে ভরপুর বর্ষায় অজয় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা যাতে বিপদের সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে সংস্কারে তৎপরতা লক্ষণীয় ।যততত্র বালিঘাট থাকায় উপকূলীয় বাঁধ কেটে রাস্তা করা হয়েছে। যার ফলে ওই রাস্তা বয়ে নদীর জল সীমান্তবর্তী মাঠ ও গ্রাম কে প্লাবিত করে তোলে।