আবুল কায়েম,

মঙ্গলকোটের নুতনহাট কাটোয়াগামী সড়কপথে  যাত্রীবাহী বাসের সাথে ট্রাক্টরের দুর্ঘটনা ঘটে। এতে দুজন যাত্রী আহত হয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি।

Leave a Reply