এমআরভিসি প্রোগ্রাম বিষয়ক একটি বৈঠক
সেখ রাজু , মঙ্গলকোট,
আগামী ৬ জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি ক্যাম্পেনিং এর উদ্দেশ্যে মঙ্গলবার মঙ্গলকোট ব্লক হাসপাতালে এমআরভিসি প্রোগ্রাম বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয় । আইসিডিএস কর্মীদের নিয়ে এদিনকার এই বৈঠক । এমআরভিসি প্রোগ্রাম কি জিনিস এবং এর মাধ্যমে কি ধরনের স্বাস্থ্য বিষয়ক সকলের সুবিধা পাবেন সেই দিকগুলি তুলে ধরা হয় । এই প্রোগ্রামে প্রতিটি বাচ্চা যাতে ভ্যাকসিন পায় তার সুনির্দিষ্ট করা । কেউ যেন ভ্যাকসিন থেকে দূরে না থাকে সেই দিকগুলো দেখার দায়িত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় । ১৫০ জন আইসিডিএস কর্মীদের উপস্থিতিতে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয় । মঙ্গলকোট এর ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী জানান -“আমাদের সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে । এমআরভিসি প্রোগ্রামে সকল বাচ্চা যাতে ভ্যাকসিন পায় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে” ।