জ্যোতিপ্রকাশ মুখার্জি,

রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লালডাঙ্গা ক্রীড়াঙ্গনে  আট দলীয়( ১৬ বছরের নিচে) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।  লালডাঙ্গা ক্রীড়াঙ্গন এবং মঙ্গলকোট থানার পরিচালনায় খেলাটি সংগঠিত হয়েছিল বলে জানা গেছে । এই ফুটবল  খেলায় মঙ্গলকোটের গনপুর এন এস এফ সি ফুটবল দল জয়লাভ করে এবং ২-০ গোলে শঙ্করপুর জুনিয়র ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ ৮০০ টাকা এবং পরাজিত দলকে একটি ট্রফি ও নগদ ৫০০টাকা প্রদান করা হয়।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি সহ অন্যান্য ক্রীড়াপ্রেমি এলাকাবাসীরা।এলাকার জনপ্রিয় বিধায়ক অপূর্ব চৌধুরী ক্ষুদে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply