আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের পালিশগ্রামের শ্মশান কালী পুজোর শুভ সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশ গ্রামে 23 বছর ধরে হয়ে আসছে মা শ্মশান কালীর পুজো।
এবছর সেই পুজোর শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা।
এছাড়া উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ,জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার, জেলা পরিষদের সদস্য খাদিজা বেগম।
ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতা কে সামনে রেখে প্রায় 500 জন দুস্থ মানুষকে মশারি বিতরণ করা হয় আজ।
এছাড়াও পুজোর থিম করা হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ ও করোনাভাইরাস।
সব মিলিয়ে মঙ্গলকোটের পালিশ গ্রামে শ্মশান কালীর পুজো ঘিরে এলাকার মানুষের উন্মদনা তুঙ্গে।