মঙ্গলকোটের নুতনহাটে মহিলা মাদ্রাসার সূচনা 

আমিরুল ইসলাম, 

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে কোন মহিলা মাদ্রাসা ছিলনা, শনিবার চারটের সময় নতুনহাটে তার শুভ উদ্বোধন হলো, উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার জামিয়াতের সম্পাদক।

মঙ্গলকোট ব্লকে এযাবত কোন মহিলা মাদ্রাসা ছিল না, এদিন মঙ্গলকোটের নতুনহাটে বাইপাস এলাকায় একটি মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন হলো উদ্বোধন করলেন জেলার জামিয়াতের সম্পাদক।কুল্লিয়া উম্মে হাবিবাহ মাদ্রাসায় আরবি মাধ্যমের মাওলানা ও হাফেজ পড়ানো হবে।

পাশাপাশি বাংলা মাধ্যমের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হবে বলে জানান সভাপতি মজিবর রহমান।এই মাদ্রাসার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মহিলা ছাত্রীসহ অভিভাবকরা।

মাদ্রাসায় যেমন আবাসিক ব্যবস্থা থাকবে তেমন প্রতিদিন যাতায়াতের মাধ্যমেও ছাত্রীরা পড়াশোনা করতে পারবেন।মঙ্গলকোট ব্লকের মহিলাদের বিভিন্ন এলাকায় গিয়ে পড়াশোনা করতে হতো, মঙ্গলকোট ব্লকে এই  মাদ্রাসা হওয়াই খুশি এলাকার মহিলা ছাত্রীরা।

Leave a Reply