মঙ্গলকোটের গোহগ্রামের গাজন উৎসব

সেখ রাজু,

গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে উদযাপিত একটি হিন্দুধর্মীয় লোকউৎসব । এই উৎসব শিব, নীল, মনসা ও ধর্মঠাকুরের পূজাকেন্দ্রিক উৎসব । চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় । চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে । পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোহগ্রামের গাজন উৎসবের রীতি প্রায় সাড়ে তিনশ বছরের পুরাতন । ১০ই এপ্রিল থেকে শুরু হওয়া গাজন উৎসব প্রতিটি দিন রীতিনীতি মেনে পালন করা হয় । আজ সোমবার শিব মন্দির থেকে বাবা মহেশ্বর বেরিয়ে এসে শতাধিক গাজন সন্ন্যাসী ও গ্রামের সকলের উপস্থিতিতে সমগ্র গ্রাম প্রদক্ষন করে রাম সীতার মন্দিরে এসে রামের সঙ্গে সাক্ষাৎ ও ভোগ আরতি হয় । পরবর্তী সময়ে প্রধান সন্ন্যাসী শিবকে সঙ্গে নিয়ে অন্যান্য গাজন সন্ন্যাসীদের উপর হেঁটে গিয়ে মন্দিরে শিবকে প্রতিস্থাপন করে ।
জানা গেছে প্রায় 350 বছর আগে গোহগ্রামের সাঁই পরিবারের সদস্যরা ধান সিদ্ধ করার ডাবাতে শিবকে তারা দেখতে পান । সেই সময় পারিবারিক ভাবে শিবের পুজো শুরু হয় । পরবর্তী সময় বংশ পরম্পরায় পারিবারিক পুজো আজ সার্বজনীন রূপ নিয়েছে । সাঁই পরিবারের সদস্য সুমন সাঁই বলেন বংশ পরম্পরায় আমরা এই পুজো করে আসছি । মন্দিরের প্রধান সন্ন্যাসী হয় আমাদের পরিবার থেকে । গাজন উৎসব গ্রামের সকলেই একসাথে আমরা পালন করি । গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন । গাজন উৎসবকে ঘিরে সমগ্র গ্রামে সাজো সাজো রব ।

Leave a Reply