মঙ্গলকোটের কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত জেলা সভাধিপতি।
পূর্ব বর্ধমান জেলার শিমুলিয়া এক অঞ্চলে কৃষ্ণবাটি গ্রামে
কৃষ্ণবাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহা, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, জেলা পরিষদের সদস্য তামিজ উদ্দিন কাদির সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
ক্লাবের প্রেসিডেন্ট শেখ সাইদুর রহমান জানান, আজকে রক্তদান শিবিরে আমরা বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের পেয়েছিলাম ।এর মধ্যে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মহাশয় কে পেয়েছিলাম ক্লাবের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ।
তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন।
পাশাপাশি একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এখানেও শতাধিক মানুষ তাদের শরীরের নানান পরীক্ষা-নিরীক্ষা করান বিনা ব্যয়ে। পাশাপাশি বিভিন্ন মেডিসিন বিনা পয়সায় তুলে দেওয়া হয়।
এলাকার সাধারণ মানুষ এই ক্লাবের উদ্যোগে খুশি ।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।