আমিরুল ইসলাম,
মঙ্গলকোটের কাশেমনগরে টোটোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত চারজন, ঘটনাস্থলে পুলিশ।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগর ব্যাংকের কাছে টোটোর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন মোট চারজন এর মধ্যে টোটোর তিনজন আর মোটরসাইকেল চালক।

টোটোই থাকা নাজরুল মল্লিক জানান যে তারা আওগ্রাম থেকে চাকদা গ্রামে এসেছিল একটি মরা বাড়িতে।
এরপর তারা যখন বাড়ি ফিরছিল তখন কাশেমনগর এর কাছে এই দুর্ঘটনা ঘটে, তাদের টোটো ছিল চালকসহ ৮ জন এর মধ্যে একটি শিশু ছিল।
তারা গুসকরা অভিমুখে যাচ্ছিল ঠিক তার উল্টোদিকে অর্থাৎ নতুনহাটের দিকে আসছিল মোটরসাইকেলটি।
মোটরসাইকেল চালকের নাম রাধেশ্বর মন্ডল তার বাড়ি মঙ্গলকোটের বামুনারা গ্রামে।

এরপর পুলিশ আহতদের তড়িঘড়ি নিয়ে আসে, মঙ্গলকোট ব্লক হসপিটালে।
এর মধ্যে মোটরসাইকেল আরোহী ও টোটো চালকের অবস্থার অবনতি করলে তাদের দুজনকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।
টোটো চালকের নাম ইয়ারু শেখ।
আহত হন আরেক মহিলা তার নাম মোমেনা বিবি।
তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

Leave a Reply