জাহিরুল হক,
মঙ্গলকোটের ফুটবল ইতিহাসে সবথেকে বড় ফুটবল প্রতিযোগিতা হতে যাচ্ছে মঙ্গলকোট থানার পাশে লাল ডাঙ্গা ফুটবল ময়দানে। আগামী ইংরেজি 10.12.21 এবং 11.12.21 তারিখ দিন এবং রাত্রি ব্যাপী 16 দলীয় এই ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।এই নকআউট ফুটবল প্রতিযোগিতা টি আয়োজন করেছেন মঙ্গলকোট থানার আই.সি শ্রী পিন্টু মুখার্জি। এই 16 দলীয় ফুটবল প্রতিযোগিতায় 15 টি দল হবে মঙ্গলকোট থানার অন্তর্গত 15 টি গ্রাম পঞ্চায়েতের একটি করে দল এবং একটি দল মঙ্গলকোটের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের। এই খেলাটি কে ঘিরে গোটা মঙ্গলকোট থানায় ব্যাপক সাড়া পড়ে গেছে। সাধারণ মানুষ এই খেলাটি কে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। মঙ্গলকোট থানার পক্ষ থেকে গোটা মঙ্গলকোট থানা ব্যাপী বিভিন্ন গ্রামে মাইক ও ব্যানারের মাধ্যমে প্রচার করা হচ্ছে।এই খেলাটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মঙ্গলকোটের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বর্ধমান জেলার পুলিশ সুপার শ্রী কামনাশীষ সেন। এছাড়াও খেলাটির দিনে উপস্থিত থাকতে পারেন ভারতের প্রবাদপ্রতিম প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং ফাইনালের দিন উপস্থিত থাকতে পারেন আরো এক ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন।খেলাটিতে বিজয়ী দলকে 50 হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং পরাজিত দলকে 40 হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। খেলাটিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফাইনাল খেলার দিন দুটি মহিলা ফুটবল দলকে নিয়ে প্রদর্শনী ম্যাচ। খেলা প্রেমি এক সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- “এত বড় ফুটবল প্রতিযোগিতা এর আগে মঙ্গলকোটে কোনদিন হয়নি। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি থানার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ,রক্তদান শিবির সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেছেন।আর এখন যে উদ্যোগ নিয়ে এই খেলাটি আয়োজন করছেন তার জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা