মঙ্গলকোটের আস্তানা শরীফে অনুষ্ঠিত হলো ২৫২ তম ঔরস উৎসব।
আমিরুল ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আস্তানা শরীফের কাদেরিয়া এর সাদিয়ার 252 তম ওরস উৎসব পালিত হলো।
হযরত সায়েদেনা গাওসে সানির তিরোধান দিবস উপলক্ষে এই ঔরস উৎসব।
কয়েক হাজার মানুষ এই ঔরস উৎসবের যোগদান করেছিলেন বিদেশের বহু মানুষ।
এই ঔরস উৎসবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, কাটোয়ার এস,ডি,পিও কৌশিক বসাক, মঙ্গলকোট থানার আই,সি পিন্টু মুখার্জি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
এই ঔরস উৎসব থেকে শান্তির বার্তা দিলেন ধর্ম গুরুরা।
কয়েক হাজার মানুষের আহারের ব্যবস্থা করেছিলেন এই ঔরস কমিটি।