মক্তব বোর্ড নিয়ে বৈঠক ফুরফুরা শরীফে।

নিজস্ব প্রতিনিধি, 

শুক্রবার  ফুরফুরা শরীফে বাংলার সমস্ত মক্তবগুলি বোর্ডের আওতায় নিয়ে আসার জন্য বৈঠক হয় ফুরফুরা শরীফে। উপস্থিত ছিলেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী , পীরজাদা জুনায়েদ সিদ্দিকী বলেন সমস্ত মক্তবগুলিকে একটি বোর্ডের আওতায় তাই নিয়ে আসার জন্য ফুরফুরা শরীফ মক্তব বোর্ড গঠন করা হয়েছে। যাতে মক্তবগুলির সুন্দরভাবে পরিচালিত হতে পারে তার জন্যই আমাদের এই পদক্ষেপ। পি ওয়াই এফ এর সভাপতি মাওলানা সিয়ামত আলী বলেন -“রাজ্যের দিনিয়াত শিক্ষার ক্ষেত্রে মক্তবগুলির ভূমিকা অপরিসীম। এই শিক্ষা উন্নয়নের জন্য সকল স্তরের আলেমদেরকে এগিয়ে আসতে হবে”।উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার শাহ, মাওলানা জাকির হোসেন মোল্লা, শিক্ষক জাহাঙ্গীর ইসলাম, বিশিষ্ট সমাজসেবী শেখ জাহির আব্বাস, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এসকে নুর আলী, মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।

Leave a Reply