তরুণ প্রজন্মকে বইমুখী করতে স্বেচ্ছাসেবী সংগঠনের ভ্রাম্যমাণ লাইব্রেরী
জাহির আব্বাস:
পূর্ব বর্ধমানের জামালপুরের আকাশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন
‘বই তরণী’ প্রকল্পের শুভ উদ্বোধন করলো বৃহস্পতিবার। বই তরণী আসলে একটি ভ্রাম্যমাণ লাইব্রেরী।জানা গেছে, বর্তমান প্রজন্ম মগ্ন হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে ।বই পড়া বা বিশেষ করে পাঠ্য বই ছাড়া অন্য কোনো বই পড়ার সময় বা ইচ্ছা তাদের নাই। এমন পরিস্থিতিতে এই প্রজন্মকে বইমুখী করতে তারা এই ভ্রাম্যমান লাইব্রেরির উদ্বোধন করলো জামালপুর ব্লক অফিসে।উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শক্তিপদ সাঁতরা সহ অন্যান্য গুণীজনেরা।সংগঠনের সভাপতি অয়ন চক্রবর্তী জানান তাদের সংগঠনের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি জামালপুর ব্লকের বিভিন্ন গ্রামে নির্দিষ্ট দিন অন্তর ঘুরবে।আগ্রহীরা সেখান থেকে বই নিজেদের কাছে নিয়ে রেখেও পড়তে পারবে।সপ্তাহ শেষে আবার গাড়িতে এসে ফেরত দিতে পারবে। তাদের এই পরিষেবার জন্য কোনো টাকা লাগবে না। এটি একদম বিনামূল্যে দেওয়া হবে।এখানে প্রায় ৩০০ টি পাঠ্য বই, বিভন্ন চাকরির পরীক্ষার সহযোগী বই সহ গল্পের বই থাকবে। মেহমুদ বাবু বলেন, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি জামালপুরে বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে চলেছে।আজ তারা যে কাজটি করলো তা সত্যিই প্রশংসাযোগ্য। আশা করি, আগামীতে আরও অনেককে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, তাদের এই কাজের জন্য রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক সুনীতি মুখোপাধ্যায় তাদের শুভেচ্ছা জানান।