গোপাল দেবনাথ : কলকাতা, ২ ফেব্রুয়ারি ২০২২। বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে অন্যান্য উপহারের সাথে সাথে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে উপহার দেওয়ার জন্য সোনা ও হিরের গহনা কে বেছে নিচ্ছেন প্রেমিক ও প্রেমিকারা। এই সকল যুগলদের কথা মাথায় রেখে বহু স্বর্ণবিপনি নতুন নতুন ডিজাইনের সাথে বিভিন্ন ছাড় ও উপহার নিয়ে হাজির হন। এই বিশেষ সময়ের কথা বিবেচনা করে আসন্ন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এলো নতুন গয়নার কালেকশন। গয়নার নতুন কালেকশন লঞ্চ করেন বিশিষ্ট অভিনেত্রী এনা সাহা, উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার অর্পিতা সাহা এবং রূপক সাহা। এই উপলক্ষে কেনাকাটার উপর নানা আকর্ষণীয় অফার চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। শুভ বিবাহ উৎসবের যাবতীয় অফারের সুযোগ পাওয়া যাবে এই দিন পর্যন্ত।

Leave a Reply