ভোরাই পত্রিকার সম্পাদক বিশিষ্ট কবি সুবল দত্তর স্মরণ সভা।


সাধন মন্ডল, বাঁকুড়াঃ ভোরাই পত্রিকার সম্পাদক তথা বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রয়াত সুবল দত্তর একটি স্মরণসভা অনুষ্ঠিত হল। গত ৩১ মার্চ সোমবার বিকেলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে ও মুক্ত বিহঙ্গ পত্রিকার সহযোগিতায় শহরের স্কুলডাঙ্গায় জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের হলঘরে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। প্রয়াত সাহিত্যিককে শ্রদ্ধা জানাতে এই সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও জেলা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদক, কবি সাহিত্যিক ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস, সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, মুক্ত বিহঙ্গ পত্রিকার সভাপতি দীপক ঘোষ, সম্পাদক রবিন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী ডাঃ অমিতাভ চট্টরাজ সহ উপস্থিত ব্যক্তিরা। প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, সাহিত্যিক ভজন দত্ত, চিকিৎসক অমিতাভ চট্টরাজ কবি আতঙ্কভঞ্জন পরামানিক প্রমুখ স্মৃতিচারণ করে বলেন ১৩৪৮ সালের ৮ কার্তিক বাঁকুড়া জেলার নড়রা গ্রামে সুবল দত্তের জন্ম। গত ৬ মার্চ তিনি প্রয়াত হয়েছেন। দীর্ঘ প্রায় পঁচাশি বছরের জীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি সাহিত্য সৃজনে মগ্ন ছিলেন। পাঁচটি উপন্যাস তিনটি ভ্রমণকাহিনী একটি গল্প গ্রন্থ ছাড়াও নড়রার নটরা নামে নড়রা গ্রামের নাট্যচর্চা বিষয়ে তাঁর লেখা গবেষণামূলক গ্রন্থটি উল্লেখযোগ্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত পত্রিকায় তাঁর লেখা গল্প, প্রবন্ধ ও কবিতা নিয়মিত প্রকাশিত হয়েছে। রাজ্যের নানান জেলায় সাহিত্যকর্মে যুক্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন তিনি। গত বছর বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে তাঁর সারাজীবনের সাহিত্য কর্মের জন্য সম্বর্ধনা জানান হয়। সদা প্রাণোচ্ছ্বল হাসিখুশি অকপট সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। নড়রা উচ্চ বিদ্যালয়ে তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক হয়েও, শারীর শিক্ষা ও রাষ্ট্র বিজ্ঞানের মতো বিষয়েও ক্লাস নিয়েছেন। শিক্ষকতা, খেলাধুলা, গ্রামীণ যাত্রা নাটকে অভিনয় এবং সাহিত্য রচনায় একসাথে সব বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। তাঁর মৃত্যু বাঁকুড়ার সাহিত্য ও সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি বলে সভায় আলোচিত হয়। অনুষ্ঠানে বাংলার আভাস পত্রিকার সম্পাদক আশিস পাণ্ডে, সাহিত্যিক সম্পাদক গঙ্গাধর সরকার ভাস্কর সেন, স্নেহাশিস রায় সহ উপস্থিত ব্যক্তিরা সুবল বাবুর প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সাধন মুখোপাধ্যায় ও প্রলয় শিট সঙ্গীত পরিবেশন করেন। সুবল বাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সম্পাদক আলোক মণ্ডল, হরসুন্দর মল্লিক, চন্দন কর্মকার, উত্তম চট্টোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply