ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের দুটি চার্জশিট দাখিল
মোল্লা জসিমউদ্দিন ,
গত ১৯ আগস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায় গুরত্বপূর্ণ অভিযোগ তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।যার জেরে সিবিআই বাংলার বিভিন্ন প্রান্তে খুন, ধর্ষণের অভিযোগ গুলির তদন্ত শুরু করে থাকে। তদন্তভার গ্রহণের দু সপ্তাহের মধ্যেই দুটি খুনের মামলায় চার্জশিট দাখিল করলো সিবিআই। গত শুক্রবার ব্যারাকপুর আদালতে ভাটপাড়ার নিহত বিজেপি কর্মীর খুনের মামলায় চার্জশিট দাখিল করে থাকে সিবিআই। ভাটপাড়ার ১ নং ওয়ার্ডে কুলিডিপোর বাসিন্দা জয়প্রকাশ যাদব গত ৬ ই জুন খুন হয়েছিলেন। অভিযোগ, স্থানীয় শাসক দলের চার নেতা কর্মী এই খুনে অভিযুক্ত। গত ৬ ই জুন বিজেপি কর্মী কে বাড়িতে হামলা চালিয়ে মাথায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে মারা হয়।এই খুনের মামলায় অভিযুক্ত হিসাবে রয়েছে টুনটুন চৌধুরী, অনিমেষ পাল, লালন সিং এবং চন্দন সিং।ইতিমধ্যেই টুনটুন চৌধুরী এবং অনিমেষ পাল কে গ্রেপ্তার করা হয়েছে। তবে লালন সিং এবং তার ছেলে চন্দন সিং সিবিআই তদন্তভার গ্রহণের পর থেকেই বেপাত্তা। গত শুক্রবার ব্যারাকপুর আদালতে এই মামলার তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই চার্জশিট দাখিল করে থাকে। সিবিআই দ্বিতীয় চার্জশিট টি দাখিল করেছে বীরভূমের রামপুরহাট আদালতে।নলহাটির জগধারি গ্রামের বিজেপি কর্মী মনোজ জয়সওয়ালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পাশের মাঠের ধানজমিতে।গত ২৮ ই আগস্ট এই খুনের মামলায় এফআইআর দাখিল হয়।সিবিআই ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের বয়ান রেকর্ড, ফরেন্সিক রিপোর্ট, নমুনা সংগ্রহ সহ সাক্ষ্য নেয় প্রতিবেশীদের।এই খুনের মামলায় অভিযুক্ত রয়েছে মঈনুদ্দিন সেখ এবং ইমরান সেখ।গত শুক্রবার রামপুরহাট আদালতে চার্জশিট দাখিল করে থাকে সিবিআই। গত ১৯ আগস্ট কলকাতা হাইকোর্টের তরফে ভোট পরবর্তী হিংসা ঘটনায় সিবিআই তদন্ত এর নির্দেশ জারি করা হয়। এতে সিবিআই দু সপ্তাহের সময়সীমার মধ্যেই দুটি খুনের মামলায় চার্জশিট দাখিল করলো। একটি ব্যারাকপুরের ভাটপাড়ার এবং অপরটি বীরভূমের নলহাটি থানার।