ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তৎপরতা তুঙ্গে
মোল্লা জসিমউদ্দিন টিপু,
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তে সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অঅপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ মামলা গুলিতে তিন সদস্যের আইপিএসদের নিয়ে গঠিত সিট কে তদন্তভার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলেই সিবিআইয়ের কলকাতার আঞ্চলিক দপ্তর দিল্লির হেডকোয়ার্টারের সাথে ভার্চুয়াল বৈঠক সারে সেখানে সিবিআইয়ের লিগ্যাল টিম পর্যবেক্ষণ করে থাকে পুরো বিষয়টি। শুক্রবারই কলকাতার বাইরে অন্যান্য রাজ্যের আঞ্চলিক দপ্তর থেকে বাছাই করা সিবিআই আধিকারিকদের নিয়ে চারটি আলাদা টিম গঠন করা হয়। প্রতিটি টিমে নেতৃত্বে থাকছেন সিবিআইয়ের একজন যুগ্ম অধিকর্তা।এছাড়া ডিআইজি ও এসপি পদমর্যাদা পূর্ণ অফিসাররা থাকছেন। উল্লেখ্য, প্রতিটি টিমে একজন মহিলা এসপি পদমর্যাদা পূর্ণ অফিসার থাকবেন। ইতিমধ্যেই রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনার কে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় যাবতীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে।আগামী সোমবার বাংলায় নামছে সিবিআইয়ের এইসব স্পেশাল টিম।কলকাতা, উত্তরবঙ্গ,দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল এলাকায় চারটি দলে তদন্তে নামছে সিবিআই। যদিও তৃণমূল কংগ্রেস তাদের মুখপত্রে সিবিআই তদন্ত নিয়ে চিন্তিত নয়, তা বোঝাবার চেস্টা করেছে দলীয় কর্মী সমর্থকদের কে।কেননা ২১ টি খুনের মধ্যে ১৬ টি খুনে নিহতরা তৃণমূল কংগ্রেসের। তবে ওয়াকিবহাল মহল মনে করছে অনেক ক্ষেত্রে দলের আভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে আসতে পারে এইসব খুনের তদন্তে।যাইহোক আগামী সোমবার বাংলায় সিবিআই দল গুলি তদন্ত কিভাবে শুরু করছে,তা নিয়ে জোর রাজনৈতিক পারদ চলছে বাংলা জুড়ে।