ভোটাধিকারের প্রয়োগের জন্য আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্তদের ছাড়পত্র দিল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

ভোটাধিকার প্রয়োগের জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার বিশেষ নির্দেশ দিলেন। অভিযুক্তরা আর্থিক প্রতারণা  মামলায় দীর্ঘদিন  ঘরছাড়া। তাই ভোট দিতে একদিনের জন্য একই পরিবারের ১১ জন সদস্যকে বাড়ি ফেরার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গ্রামছাড়াদের সংশ্লিষ্ট লোকসভা নির্বাচনে ভোটের দিন  তাঁদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ।জানা গিয়েছে, আর্থিক প্রতারণা  মামলায় অভিযুক্তরা  হাওড়ার বাগনানের একই পরিবারের ১১ জন। তাঁদের মধ্যেই একজন  বাগনান ২ নম্বর ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য শেখ আনোয়ার।দলবদলের পর তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা  মামলা দায়ের করা হয়েছিল। তাতে জড়িয়ে পড়েন পরিবারের অন্যান্যরাও। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। সেই থেকে পরিবারের ১১ জন সদস্য ঘরছাড়া। পরবর্তীতে ভোট দিতে চেয়ে কলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হন তাঁরা। এদিন কলকাতা হাইকোর্ট একদিনের জন্য বাড়ি ফেরার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ‘কোনও অশান্তি করা হবে না’, এই মর্মে স্থানীয় থানায় মুচলেখা দিতে হবে তাঁদের। পাশাপাশি তাঁদের গ্রেপ্তারও করতে পারবে না পুলিশ বলে নির্দেশ রয়েছে হাইকোর্টের ।

Leave a Reply