‘ভোটহীন’ পুরসভাগুলিতে ভোট চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে
মোল্লা জসিমউদ্দিন টিপু,
প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে ভোটপর্ব,তবুও ভোট হয়নি মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলিতে। তবে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট যাতে হয়, সেই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। রাজ্যের অন্যান্য শতাধিক পুরসভায় ভোট চেয়ে দাখিল হয়েছে জনস্বার্থ মামলা।এই মামলার শুনানি চললো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। আজ এই মামলার নোটিশ পাঠানো হলো রাজ্য নির্বাচন কমিশন সহ রাজ্য সরকার কে।আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। গত ২০১৮ সাল থেকে রাজ্যের বহু পুরসভা বা পৌর নিগমের নির্বাচন হয়নি। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে এডভোকেট জেনারেল জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনের পরেই এই পুরসভা বা পৌর নিগমের নির্বাচন করা হবে। তবে তা এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। মামলার আবেদনকারী মৌসুমী রায়ের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই সওয়াল করেন আদালতের কাছে । রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায়, রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।বিশেষ সুত্রে প্রকাশ আগামী ডিসেম্বর মাসে দুটি পুরসভায় নির্বাচন হতে চলেছে । ভোট হবে কলকাতা ও হাওড়ার মতো দুটি বড় পুরসভায়। দুই জেলার পুরভোটই ইভিএমে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ টি এবং হাওড়া পুরসভা ওয়ার্ডের সংখ্যা হচ্ছে ১৬৬ টি।রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব রাজ্য নির্বাচন কমিশনে যে চিঠি পাঠিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, আপাতত কলকাতা ও হাওড়া, দুটি পুরসভার ভোট চায় সরকার এবং সেই দুটি পুরসভাতেই আপাতত ভোট হবে। উল্লেখ্য, রাজ্যের ১১৪টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ১৭টি পুরসভা এমনও আছে যার মেয়াদ ফুরিয়েছে দু’ বছর আগে। এর মধ্যে রয়েছে হাওড়া।জানা গেছে, রাজ্য সরকার চাইছে কলকাতা ও হাওড়ায় পুরভোট করে নিতে। রাজ্যের তরফে সেই প্রস্তাবই পাঠানো হয়েছিল। সূত্রের প্রকাশ , রাজ্যের সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।তাই কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। তবে কেন বাকি শতাধিক পুরসভায় ভোট হবেনা, সেই নিয়ে কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছে জনস্বার্থ মামলা।সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে, সেখানে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যসরকারের কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।তাই আদালত এদিন মামলার সাথে যুক্ত সংশ্লিষ্ট দের নোটিশ পাঠিয়েছে। আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে