ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের বদলীতে অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠে ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের বদলী সংক্রান্ত মামলা।এদিন বিচারপতি রাজ্য শিক্ষা দপ্তরের ওই বদলীর উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে থাকেন।আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। তার আগে ২৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে বদলী বিষয়ক হলফনামা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি , রাজ্য শিক্ষাদপ্তরের সামনে দাঁড়িয়ে চুক্তিভিত্তিক শিক্ষিকাদের বিষপানের ঘটনায় তুমুল চাঞ্চল পড়ে যায় রাজ্য জুড়ে। গত মঙ্গলবার বদলি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছে , চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির কোনও নির্দিষ্ট নীতি নেই কেন? তাহলে কোন নীতিতে চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি করা হচ্ছে? এইসব জানতে চেয়েছে আদালত। উল্লেখ্য, বদলির নির্দেশ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভোকেশনাল শিক্ষক অনিমা নাথ। তাঁকে হুগলির বলাগড় থেকে মালদায়, কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হয়। গত মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলাটি শুনানির জন্য উঠেছিল, বিচারপতি তখন রাজ্যের কাছে জানতে চেয়েছেন, -‘চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির কোনও নির্দিষ্ট নীতি নেই কেন? তাহলে কীসের ভিত্তিতে এই বদলির নির্দেশ জারি করল রাজ্য? তাহলে কোন ক্ষমতাবলে এই নির্দেশ করা জারি হয়েছে। এরপর আজ অর্থাৎ বুধবার ফের এই মামলার শুনানি হয়। রাজ্য বদলির নিয়ম নিয়ে কোনও সুনির্দিষ্ট জবাব দিতে পারেনি বলে জানা গেছে । এর পরই শিক্ষাদপ্তরের বদলির নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ২৪ আগস্ট কলকাতায় আন্দোলনরত পাঁচজন শিক্ষিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে থাকেন বিকাশ ভবনের সামনেই। পুলিশ দ্রুত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । পুতুল মণ্ডল-সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এঁদের মধ্যে পুতুল মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিত্সকরা প্রাণপণ চেষ্টা করেন, তাঁকে সুস্থ করে তোলার। বিষয়টি নিয়ে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়।এমনকি এই শিক্ষক সংগঠনের নেতার বাড়িতে দুশোর মত পুলিশ হাজির হয়।এই নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা চলে।ঠিক এইরকম পরিস্থিতিতে বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠে ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের বদলী সংক্রান্ত মামলা।সেখানে রাজ্যের কোন সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় বিচারপতি শিক্ষক শিক্ষিকাদের বদলীতে অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে থাকেন।আগামী ২৯ সেপ্টেম্বর এর মধ্যে রাজ্য কে হলফনামা জমা দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।