সাধন মন্ডল,

ভুট্টার ফল আর্মি ওয়ার্ম নিয়ে একটি প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের অন্তর্গত নেকড়াপাহাড়ি গ্রামে। সারেঙ্গা সহঃ কৃষি অধিকর্তার করণ থেকে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লকের সহঃ কৃষি অধিকর্তা শ্রী সজল পতি , কৃষি প্রযুক্তি সহায়ক শ্রী অসিতেশ দত্ত ও আতমা প্রকল্পের শ্রী প্রসুন বিশ্বাস । শিবিরে ভুট্টার ফল অার্মি ওয়ার্ম সনাক্তকরন ও সুসংহত উপায়ে নিয়ন্ত্রন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয়।এলাকার 50 জন কৃষক এদিনের এই সুবিধা উপস্থিত ছিলেন সজল বাবু বলেন সারেঙ্গা ব্লক এলাকার একটু উঁচু জায়গায় যাতে কৃষিজ ফসল ফলানো যায় তার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সমস্ত জায়গাতে ভুট্টা চাষের ওপর জোর দেওয়া হয়েছে এলাকার পতিত জমিকে শস্য-শ্যামলা করতে এই উদ্যোগ

Leave a Reply