উনিশে মে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করলো আন্তরিক সাহিত্য পত্রিকা ~
আজ ১৯ মে উপলক্ষে বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান করলো কবি অন্তরা সিংহরায় সম্পাদিত দুর্গাপুর আন্তরিক সাহিত্য পত্রিকা । ১৯শে মে ১৯৬১ সালে ভারতের আসাম রাজ্যের শিলচরে এগারো জন বাঙালি , মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য তথা বাংলায় কথা বলা ও লেখার জন্মগত অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। আন্তরিক সাহিত্য পত্রিকার কবি , সাহিত্যিক ,শিল্পীবৃন্দ মৃত্যুঞ্জয়ী বাংলা ভাষাবীর ও বীরাঙ্গনাদের স্মরণ , আলোচনা ,সংগীত ,স্বরচিত কবিতা পাঠ , আবৃত্তির মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি চলে । সম্পাদিকা অন্তরা সিংহরায় বলেন ,“ ভাষা শহিদদের স্মরণ ও শ্রদ্ধার পাশাপাশি মাতৃভাষার প্রতি সমাজের সচেতনতা ও চেতনা জাগরণের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা। আগামী প্রজন্মের কাছে সুষ্ঠ ও সুন্দর সংস্কৃতির বার্তা দিতে চাই আমরা । ভবিষ্যৎ বলবে ঠিক কতটা সফল হলাম । ” অনুষ্ঠানে অতিথি ছিলেন ডঃ সন্তোষ বিশ্বাস , কবি কৃষ্ণ দেব , সাহিত্যিক কালীপ্রসাদ দও , কাকলি রায় , তপেশ ব্যানার্জ্জী , উমা শংকর সেন ,চন্দ্রা পাঁজা , রাজ মুখার্জ্জী , তরুণ সাহা , অর্চনা সিংহরায় ,অঙ্কিত ঘোষ , বৈশাখী মুখার্জ্জী , বিশ্বজিৎ দেব,রঘুনাথ সিনহা প্রমুখ সহ আরো অনেকে । সব মিলিয়ে বাংলার বুকে এক মনোজ্ঞ দৃষ্টান্তমূলক অনুষ্ঠান করলো আন্তরিক সাহিত্য পত্রিকা।